parbattanews

পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

খাদ্য মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেছেন, কিছু অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজ পার্বত্য অঞ্চলকে সব সময় অস্থিতিশীল করতে চায়। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রবিবার (১৯ মার্চ) বেলা ১২টায় সীতাঘাট মন্দিরে মহাবারুনী স্লান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক চেতনার দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সনাতন সম্প্রদায়সহ সব ধর্মের মঠ মন্দিরের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি এর আগে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে সীতাঘাট মন্দির কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দির কমিনিটির সভাপতি রতন দাশ। স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির সম্পাদক রতন দাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, রাঙমাটি জেলা পূজা উদযাপন সমন্বয় পরিষদের আহবায়ক অমলেন্দু হাওলাদার, কাপ্তাই উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শ্রমিকলীগ নেতা আব্দুল ওহাব, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুর্বণ ভট্টাচার্য প্রমুখ।

Exit mobile version