Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

পাহাড় আমার

কবিতা

 

 

 

 

 

মো. দেলোয়ার হোসেন

পাহাড় এখন বাঙালির নয়-
শুনেছি এমন কথা,
গায়ে যদি তোর রক্ত থাকে-
তবে কেন নিরবতা।

ভেঙে সংশয় দলাদলি ছাড়ি-
নেমে যা আন্দোলনে,
জুম্মল্যান্ড নয় বাংলাই রবে-
শপথ নে তোর মনে।

রাজনীতির ওই হানাহানি নয়-
হায়রে অবুঝ আবাল,
পাহাড় আমার পাহাড় বাংলার,
ঝড় তুলেদে বাঙাল।

একাত্তরের রক্তকি তোর-
নিভে গেছে চিরতরে,
ঘুম কেন আজ? এখনি সময়-
জেগে উঠ নবভোরে।

সন্তু, সন্ত্রাস,চাঁদাবাজ হটিয়ে-
মুক্ত কর এই পাহাড়,
স্বাধীন বাংলার পতাকা উড়াবো-
জুম্মল্যান্ড নয় এবার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *