parbattanews

পাহাড়বাসীকে শান্ত থাকার আহবান ওয়াদুদ ভূইয়ার

Khagrachari Pic 02
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া ভাড়ায় মোটরসাইকেল চালক নুরুল  ইসলাম নয়নের হত্যাকান্ডকে কেন্দ্র করে লংগদুসহ পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষকে শান্ত থাকার জন্য আহবান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে দেয়া স্টাটাসে তিনি বলেছেন, আমি মনে করি যে কেউ শান্তিপূর্ণ উপায়ে, যে কোন হত্যাকান্ডের সুবিচার চাইতেই পারে। কিন্তু আইন হাতে তুলে নেওয়া যায় না।

এ জাতীয় ঘটনাকে কেন্দ্র করে কেউ কারো উপর কোন প্রকার হামলা চালাতে পারেন না। একে অন্যের সম্পদ হানি করা আরেকটি অন্যায়, অপরাধ ও অমানবিকতা। যেকোন হত্যাকান্ডের প্রতিবাদের ভাষা হামলা ও সংঘাত হতে পারে না। এটা সঠিক পথ ও উপায় নয়।

তিনি রাঙামাটির লংগদুসহ পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙ্গালি সবাইকে শান্ত থেকে, আইনের প্রতি আস্থাবান থেকে পাহাড়ি বাঙ্গালির মধ্যে বন্ধুত্বসুলভসহ অবস্থান বজায় রাখার জন্যে আহবান জানান।

Exit mobile version