parbattanews

পাহাড়ি ছাত্র পরিষদ ঢাবি, মিরপুর ও বাসাবো শাখার বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

প্রেসবিজ্ঞপ্তি:

আত্মকেন্দ্রীকতা, দোদুল্যমানতানয়, অস্তিত্ব রক্ষার শপথে আত্মবলিদানের মন্ত্রই হোক জুম্ম ছাত্র সমাজের চেতনা এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মিরপুর শাখা ও বাসাবো শাখার “বার্ষিক সম্মেলন ও কাউন্সিল” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪মার্চ) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী মিলনায়তনে এ বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অরুণ কান্তি তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এবং সভাপতি অমর শান্তি চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরকেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সদস্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল চাকমা, হিল উইমেন্সফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মনিরা ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক পলাশ মাহাতো এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজীব দাশপ্রমুখ। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাগাছাসসহ বিভিন্ন গ্রগতিশীল রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

 

Exit mobile version