parbattanews

পাহাড়ি ঢলে আলীকদমের নিম্নাঞ্চল প্লাবিত

 

আলীকদম প্রতিনিধি:

টানা তিনদিনের প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লামা-আলীকদম সড়কের বিভিন্ন পয়েন্ট পানিতে তলিয়ে যাওয়ায় আলীক দমের সঙ্গে সড়ক যোগাযোগ সোমবার বন্ধ থাকলেও মঙ্গলবার থেকে চালু হয়েছে।

তবে বর্ষণ বাড়লে আবার সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পাহাড় ধ্বস ও বন্যার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন থেকে অন্যান্য সময় মাইকিং করা হলেও এবার কোন রকম মাইকিং করা হয়নি।

সূত্র জানায়, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রোববার রাত থেকে অবিরাম বর্ষণের ফলে উপর থেকে নেমে আসা পাহাড়ি ঢালে  সোমবার দুপুর থেকে আলীকদম উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করে।

প্লাবিত এলাকার মধ্যে রয়েছে রোয়াম্ভু, নয়াপাড়া, বাজারপাড়া, ছাবের মিয়া পাড়া, রেপারপাড়া, চৈক্ষ্যং, ভরিরমুখ প্রভৃতি। এসব এলাকায় নদীর তীরবর্তী ও ঝিরি সংলগ্ন এলাকায় প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার আশঙ্কায় স্থানীয়রা শঙ্কিত হয়ে পড়েছে।

আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, বন্যা পরবর্তী ত্রাণ তৎপরতা শুরু করা হবে। কোন কোন এলাকা প্লাবিত হয়েছে তার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Exit mobile version