parbattanews

পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষের প্রিয় দল বিএনপি- ওয়াদুদ ভূইয়া

fb_img_1474906535775

খাগড়াছড়ি প্রতিনিধি :

সোমবার খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মারমা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

কংচারী মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন,বিএনপি অসাম্প্রদায়িক চেতনার রাজনীতিতে বিশ্বাস করে। এ কারণে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষের প্রিয় দল বিএনপি।বিগত বিএনপি সরকারের আমলে পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি ছিল। সকল জনগোষ্ঠীর উন্নয়ন হয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে পাহাড়ে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। আর উন্নয়ন হচ্ছে দলীয় নেতাকর্মীদের। তাই আগামীতে পাহাড়ি অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে আবার বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মণীন্দ্র কিশোর ত্রিপুরা, ক্ষেত্র মোহন রোয়াজা,মারমা নেতা মংমংশি মাষ্টার,মংশি মারমা,সুধাঅং মারমা,কংজপ্রু মারমা, মিন্টু মারমা,ক্যজরী মারমা,কেমি মারমা,সুইলা মারমা,আত্রে মারমা,পাইসাউ মারমা,অংসা মারমা,অংশিপ্রু চৌধুরী,রাপ্রু মারমা,লাউচিং মারমা,থোইলাপ্রু মারমা।

Exit mobile version