parbattanews

পাহাড়ি-বাঙ্গালী ভেদাভেদ ভুলে শান্তির ধারা অব্যাহত রাখতে হবে

23.04.2017_Matiranga Zone NEWS Pic

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

আমরা সকলে একই মায়ের ভিন্ন ভিন্ন সন্তান এ মানসিকতা নিয়ে সব ধরনের জাতিগোষ্ঠির ভেদাভেদ ভুলে নিজেদেরকে বাংলাদেশী পরিচিতি হওয়ার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী মো. শামশের উদ্দিন পিএসসি বলেন, তবেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। শান্তির এ ধারা অব্যাহত রাখতে হবে পাহাড়ি-বাঙ্গালী ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান।

রোববার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি সাম্প্রায়িক সম্প্রীতি রক্ষায় স্ব-স্ব অবস্থান থেকে নিরাপত্তাবাহিনীকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। অপারেশন উত্তোরনের আওতায় নিরাপত্তাবাহিনী পাহাড়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মাটিরাঙ্গাকে শান্তি আর সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদে পরিনত করতে সম্ভব সবকিছু করা হবে।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শামছুল হক, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. জোবায়েরুল হক, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহীদুল ইসরাম সোহাগ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জোনের উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান পিএসসি, জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম হোসোইন, ৭ আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. মনির আহাম্মদ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা ফরেষ্ট রেঞ্জার মো. মোশাররফ হোসেন ছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারীগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version