parbattanews

পাহাড়ী ঢলে খাগড়াছড়ি-মহালছড়ি সড়ক প্লাবিত, যাত্রী দুর্ভোগ

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ

খাগড়াছড়ি মহালছড়িতে গত দুইদিনে প্রবল বর্ষণে পাহাড়ী ঢলে খাগড়াছড়ি-মহালছড়ি সড়ক প্লাবিত হয়ে পড়েছে। ফলে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে। রবিবার সকালের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌংড়াছড়ি মগপাড়া নামক জায়গায় রাস্তার উপড় দিয়ে ঢলের পানি প্রায় দুই ফুট উঠে গেলে ঘন্টা খানেক খাগড়াছড়ি-মহালছড়ি রুটে যান চলাচলের কিছুটা বিঘ্ন ঘটে। প

রবর্তীতে বিপদজনক অবস্থায় পানির উপড় দিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। ভুক্তভোগী এক যাত্রী বলেন, প্রতি বছর এই বৃষ্টির পানিতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কোন নজর নেই বললেন, এই ভুক্তভোগী যাত্রী।

Exit mobile version