parbattanews

পাহাড়ের দুর্গম অঞ্চলগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হবে: দীপংকর তালুকদার

 খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর 
তালুকদার এমপি বলেছেন- পাহাড়ের দুর্গম অঞ্চলগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হবে। যেখানে বিদ্যুতের খুঁটি সংযোগ করা যাবে না সেখানে সোলার বিদ্যুৎ ব্যবস্থা করা হবে। শুক্রবার (১১মার্চ) দুপুরে রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাতটি গ্রামে বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন- বর্তমান সরকার পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। বর্তমানে সরকার অন্ধকার পাহাড় আলোকিত করার লক্ষ্যে কাজ করছে। পাহাড়ের বেশিরভাগ অঞ্চল বিদ্যুতের আলোকিত হয়ে গেছে।
এসময় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
Exit mobile version