parbattanews

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে ভূমিকা রাখছে পুলিশ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:

পুলিশের মহাপরিদর্শক ড. মো. জাবেদ পাঠোয়ারী বলেছেন, অন্য বাহিনীর ন্যায় পুলিশও পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন পরবর্তী সাংবাদিকের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আইজিপি আরও বলেন, পাহাড়ে পুলিশের সক্ষমতা বাড়াতে সব রকম সুবিধা নিশ্চিত করা হবে। ট্যুরিস্ট ও নৌ-পুলিশের উন্নয়নে কাজ করা হবে। অবৈধ অস্ত্র এবং মাদকের বিরুদ্ধে পুলিশ যৌথ ভূমিকায় কাজ করবে এবং পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সারাদেশে বিছিন্ন ঘটনা ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি শান্তি ও নিজেদের অনুকূলে রয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা যোগ করেন।

এসময় চট্টগ্রাম রেঞ্জের পুলিশের বিভাগীয় কর্মকর্তা গোলাম ফারুক (পিপিএম, বিপিএম), রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির  এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর তিনি পুলিশের কল্যাণ সভায় যোগ দেন।

এর আগে তিনি পুলিশের অস্ত্রগার, পৃথক তিনটি থানা ভবন এবং পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন। একই দিন বিকেলে তিনি পুলিশ পলওয়েল পার্ক উদ্বোধন করবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Exit mobile version