parbattanews

পাহাড়ে অস্ত্র ও চাঁদাবাজীর কারণে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে- দীপংকর তালুদার

147
নিজস্ব প্রতিবেদক:
পাহাড়ে অস্ত্র ও চাঁদাবাজীর কারণে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। এই অস্ত্র ও চাঁদাবাজী যদি বন্ধ করা না হয় তাহলে এই অঞ্চলের উন্নয়ন কখনোই সম্ভব পর হবে না।
 
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে একথা বলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার। বুধবার রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুদার। প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, প্রচার সম্পাদক মমতাজ হক প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার আরো বলেন, সন্ত্রাসীরা আওয়ামীলীগকে পার্বত্য অঞ্চল থেকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। আওয়ামীলীগ করে বলে পাহাড়ের অস্ত্রধারীরা আওয়ামীলীগ সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। আওয়ামীলীগ করে বলে সন্ত্রাসীরা তাকে অপহরণ করছে এবং হত্যা সহ নানান ভাবে হুমকী প্রদর্শন করছে।
তিনি বলেন, এতো কিছু করে আওয়ামীলীগকে কখনোই দমিয়ে রাখা যাবে না। যারা আওয়ামীলীগ করে তারা একদিন সুফল পাবে। পার্বত্য অঞ্চলে এখন কি আওয়ামীলীগের শ্লোগান হচ্ছে পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের মুখে মুখে আওয়ামীলীগের জয়গান হয়ে যাবে। তখন আমাদের বন্ধুরা আর অস্ত্র দিয়ে ভয় দেখাতে পারবে না। তাদের অস্ত্র তখন আর কাজ করবেনাও বলে তিনি মন্তব্য করেন।
Exit mobile version