parbattanews

পাহাড়ে উন্নয়নের জন্য অবশ্যই শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন- কুজেন্দ্র লাল ত্রিপুুরা এমপি

নিজস্ব প্রতিনিধি:

পাহাড়ে উন্নয়নের জন্য অবশ্যই শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন। তাই উন্নয়নের লক্ষে শান্তি, সম্প্রীতি বজায় রাখার আহবান জানান, খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে আইসিটি সেন্টার উদ্ধোধন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন বরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রত্যায় ব্যক্ত করে কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে। আর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই প্রতিটি শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশুনা করতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুপ্রিয় চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মহসিন রেজা পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার সামছুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্মল কুমার চাকমা, প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমা, শিক্ষানুরাগী রনজিৎ নারায়ন ত্রিপুরা, দয়া রঞ্জন চাকমা প্রমূখ।

Exit mobile version