parbattanews

পাহাড়ে ‘ওয়া’ উৎসব শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি॥

পাহাড়ে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ওয়া’ উৎসব শুরু হয়েছে। শুক্রবার থেকে উৎসবটি শুরু হয়। পূণ্যলাভের আশায় বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষরা আজ থেকে তিন মাসব্যাপী বর্ষাবাস পালন করবে।

আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস বৌদ্ধ সম্প্রদায়রা মন্দিরগুলোতে অবস্থান নিয়ে বর্ষাবাস পালন করে থাকেন। এই বর্ষাবাস বা ওয়া উপলক্ষে খাগড়াছড়ি’র বৌদ্ধ মন্দিরগুলোকে নানা সাজে সাজানো হয়েছে।

সকাল থেকে মন্দিরে মন্দিরে চলছে পূজা, অচর্না আর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। বৌদ্ধ সম্প্রদায়ের নারী পুরুষরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও উৎকৃষ্ঠ খাবার নিয়ে পূণ্য লাভের আশায় বৌদ্ধ মন্দিরের ভিক্ষুদের মাঝে উৎসর্গ করে। তিন মাস ওয়া বা বর্ষাবাস পালনের পর বিহার গুলোতে কঠিন চীবর দান উৎসব পালন করা হয়ে থাকে।

Exit mobile version