parbattanews

পাহাড়ে কোনো আদিবাসি নেই -বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি:

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের বাইরের কোন ভূখণ্ড নয়। বাংলাদেশের উন্নয়নে সরকারের যেমন পদক্ষেপ আছে, ঠিক তেমনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য সরকারের বিশেষ পদক্ষেপ দরকার। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিষয়ে বিচারপতি খাদিমুল ইসলাম চৌধুরী আরও বলেন, বাংলাদেশ কোন ফেডারেল রাষ্ট্র নয় যে, দুই অঞ্চলের জন্য দুই রকম আইন থাকবে। এজন্যই এ চুক্তি পার্বত্য চট্টগ্রামের জন্য কোন শান্তি বয়ে আনতে পারেনি। তাই শান্তির বার্তা আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, পাহাড়ে আদিবাসি বলে কিছু নাই, বাংলাদেশে বাঙ্গালীরাই আদিবাসি।

রোববার (১০ জুন) রাজধানী ঢাকার তোপখানা রোডের বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স রুমে “পার্বত্য চট্টগ্রামে শান্তি অন্তরায় এবং আমাদের করণীয় শীর্ষক” গোলটেবিল আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সাবেক বিচারপতি পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান জনাব খাদেমুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক কাজী মো. বরকত আলী।

পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইঁয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, লে. কর্নেল(অব:) এস এম আইয়ুব, তৃণমুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. আক্কাছ আলী খান, পার্বত্য নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. ফয়েজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হামিদ রানা, পার্বত্য বাংগালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ ফরাজি সাকিব প্রমুখ।

Exit mobile version