parbattanews

পাহাড়ে চাকরি করা পেশাগত জীবনে সম্মানের: লে. কর্নেল আসাদুজ্জামান

দীঘিনালা জোনের বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান তাপস বলেছেন, “পাহাড়ে চাকরি করা সম্মানের। যে যত বেশি পাহাড়ে চাকরি করে, সে তত বেশি পেশাগত জীবনে সম্মানীত হবে। এসময় তিনি উপজেলাবাসীর প্রতি পাহাড়ে সম্প্রীতি ধরে রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালা উপজেলা শিল্পকলা একাডেমীতে জোন অধিনায়কের বিদায় ও বরণ উপলক্ষে সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির পিপিএম (বার) পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং বাজার চৌধুরী জেসমিন চাকমা প্রমুখ। পরে বিদায়ী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান তাপস এবং নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আদনান কবিরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Exit mobile version