parbattanews

পাহাড়ে ফুল বিজুর উৎসব শুরু

Rangamati full biju pic01 copy

স্টাফ রিপোর্টার:

রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্যদিয়ে শুরু হয়েছে বৈসাবি‘র মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফান্ডেশনের উদ্যোগে শহরের গর্জনতলী এলাকায় ত্রিপুরা পল্লীর ঘাটে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে উৎসবের সুচনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এ সময় রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী, জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেসনের সাধরাণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

আকাশে সূর্য উঠার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ তরুণী, শিশু, কিশোর কিশোরীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে কলাপাতায় ফুল হাতে সাড়ি বেধে কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীকে সাক্ষী রেখে সৃষ্টিকর্তার কাছে পৃথিবীর সর্বজীবের সুখ ও শািন্ত কামনা করে প্রার্থনা করে।

এপর শুরু হয় ফুল বিজুর আনুষ্ঠানিকতা। পাড়ায় পাড়ায় নাচে গানে মেতে উঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ তরুণীরা। ত্রিপুরা সম্প্রদায়ের জনপ্রিয় গড়াই নৃত্য, ঘিলা কেলা, বোতল নাচসহ নানা সাংষ্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। আর আগাম প্রস্তুতি শুরু হয় বৈসাবি ও বর্ষবরণের।

জানা গেছে, এবার রাঙামাটি শহরে রাজবন বিহার ঘাট ছাড়াও রাজবাড়ি ঘাট, সমতাঘাট, গর্জনতলী, তবলছড়ি, রাঙাপানি, আসামবস্তীসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে ফুল ভাসানো হয়েছে।

অন্যদিকে ফুল বিজু উপলক্ষে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। কাপ্তাই হ্রদে ফুল ভাসানো উৎসবের পরে নৌকাবাইচ প্রতিযোগিতা, বয়োজৈষ্ঠদের স্নান ও বস্ত্রদান আলোচনা সভা, সংবর্ধনা, পুরষ্কার বিতরণ আয়োজন করা হয়।

Exit mobile version