parbattanews

পাহাড়ে যারা উন্নয়নে বাঁধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে: মেজর মোহাম্মদ হাসান চৌধুরী

শান্তি সম্প্রীতি উন্নয়ন যদি এ এলাকায় প্রতিষ্ঠিত হয়, তাহলে সকলে মিলে মিশে বসবাস করা যায়। পাহাড়ে যারা উন্নয়নে বাঁধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে। সকলে যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করতে হবে।

সোমবার (৪ অক্টোবর) রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দুর্গম পাহাড়ে হেডম্যান  ও কারবারী সম্মেলনে  রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান চৌধুরী  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কয়েক দিনের ভিতরে একটি ভ্রাম্যমান ম্যাডিকেল ক্যাম্প হবে। সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করবে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

৫৬ বেঙ্গল রেজিমেন্টের কাপ্তাই জোনের  অধিনায়ক লে. কর্নেল আনোয়ার জাহিদ এর নির্দেশনায় রাজস্থলী সাব জোনের উদ্যােগে মিতিংগ্যাছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ শম মুবতাসীন মালিয়াত সৌধ সম্মেলনের সভাপতিত্ব করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মো. আকরাম হোসেন, ওয়ারেন্ট অফিসার মো. শুক্কুর আলীসহ হেডম্যান কার্বারীবৃন্দ।

Exit mobile version