parbattanews

পাহাড়ে শান্তি’র জন্য কাজ শুরু করেছে ‘পিস মেকার এ্যালায়েন্স’

নিজস্ব প্রতিনিধি॥

পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান নানামুখী সহিংসতা-সংঘাত ও শান্তি বিঘ্নের মতো দূর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছে ‘সিএইচটি পিস মেকার এ্যালায়েন্স (সিএইচটি পিএমএ)।

সোমবার সকাল খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তনে ‘ইউএনডিপি-সিএইচটিডিএফ’র উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এক সভার মাধ্যমে সংগঠনটি শান্তিকামী প্রচারণা শুরু করে।

এতে খাগড়াছড়ি’র প্রশাসন, জন প্রতিনিধি, সুশীল সমাজ, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

”বাড়াই একতা গড়ি সমতা” শ্লোগানে সহিংসতামুক্ত পার্বত্য চট্টগ্রাম ও শান্তির স্বপক্ষের এই সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সদর ইউএনও মোঃ আসাদুজামান, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বোধিস্বত্ত দেওয়ান, পার্বত্য বৌদ্ধ মিশনের সভাপতি শ্রীমৎ সুমনা লংকার মহাথেরো, ইমাম মাওলানা জসিম উদ্দিন ও পুরোহিত রতন চক্রবর্তী।

সিএইচটি পিসমেকার এ্যালায়েন্স’র সভাপতি নমিতা চাকমা সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সদস্য এসএম শফি, সাবেক মেয়র মোঃ জয়নাল আবেদীন, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, ইউএনডিপি’র উইমেন্স ক্লাষ্টার’র টীম লিডার ঝুমা দেওয়ান, সাবেক অধ্যাপক মধুমংগল চাকমা, প্রেস ক্লাবের সাঃ সম্পাদক মোঃ আবু দাউদ, খাগড়ছড়ি সরকারী কলেজের প্রভাষক রাশেদুল হক এবং চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত।

আলোচনায় বক্তারা বলেন, সহিংস সংঘাতে আর্থিক ও সমাজিক উন্নয়ন ব্যাহত হয়, তাই সহিংসতা আমাদের কারোরই কখনও কাম্য নয়। সহিংসতামুক্ত শান্তিপুর্ন পার্বত্য চট্টগ্রামই আমাদের কাম্য এই হোক দৃঢ় অংগীকার আমাদের ভবিষ্যৎ প্রজম্মের জন্য।

Exit mobile version