parbattanews

পাহাড়ে শান্তি ও উন্নয়নের জন্য কাজ করতে আমি অঙ্গীকারবদ্ধ: ওয়াদুদ ভূইয়া

ডেস্ক নিউজ:

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া বলেন,পাহাড়ে শান্তি ও উন্নয়নের জন্য কাজ করতে আমি অতীতের মত অঙ্গীকারবদ্ধ৷ অতীতে আমি আপনাদের সম্প্রদায়ের সকল স্তরের সানিধ্য না পেয়েও যেমনিভাবে সুষম বন্টনের মাধ্যমে সকল সম্প্রদায়ের জন্য কাজ করেছি তেমনি ভাবে বর্তমানে ও ভবিষ্যতেও কাজ করতে অঙ্গীকারবদ্ধ৷ আমার অতীতের কর্মকান্ডের জন্য আজকে আমি সকল সম্প্রদায়ের সকল স্তরের সান্নিধ্য লাভ করেছি৷ এটি আমার জন্য অনেক বড় পাওয়া৷

আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সি এম ইউ জে) হলে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মানিকছড়ি, লক্ষীছড়ি, রামগড়, মাটিরাঙ্গা ও গুইমারা শাখা আয়োজিত নেতৃবৃন্দদের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন৷ শান্তি না থাকলে আপনাদের এবং এলাকার উন্নয়ন কখনই সম্ভব নয়৷ আগামীতে বিএনপির নেতৃত্বে যে কোন আন্দোলন সংগ্রামে আপনারা আন্তরিকতার সহিত অংশগ্রহন করে বর্তমান ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করবেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী আদায়ের আন্দোলনকে সফল করবেন৷

এ সময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা বাবু ম্রাসাথোয়াই মারমা, মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি থোয়াইউ চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কংজপ্রু মারমা ও সাংগঠনিক সম্পাদক সুধাঅং মারমা প্রমুখ৷ বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের জন্য ওয়াদুদ ভূইয়ার বিকল্প নাই৷ আমরা ওয়াদুদ ভূইয়ার অতীত কর্মকান্ড দেখেছি, তাই আমরা ওয়াদুদ ভূইয়ার পাশে থেকে ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আগামী দিনে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে যাবো৷

উক্ত সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এম.এন. আবছার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ফরহাদ, জেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দীপ্ত, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব সুইচিং মারমা সহ খাগড়াছড়ি জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ৷

Exit mobile version