parbattanews

‘পাহাড়ে শিক্ষা প্রসারে সরকারের অবদান আকাশ ছুঁয়েছে’

পাহাড়ে শিক্ষা প্রসারে বর্তমান সরকারের অবদান আকাশ ছুঁয়েছে বলে মন্তব্য করেছেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ তিনি এ কথা বলেন।

কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্ব এমপি বলেন, প্রাথমিক বিদ্যালয়- হাইস্কুল জাতীয়করণ, এমপিওভুক্তি, কলেজ-মাদ্রাসার অবকাঠামো থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে খাগড়াছড়ি এখন আলোকিত এক জনপড়ে পরিণত হয়েছে। সরকারের এই অবদানকে মনে রেখে সামর্থ্যবান নাগরিকদেরকেও শিক্ষা প্রসারে ভূমিকা রাখতে হবে।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Exit mobile version