parbattanews

পাহাড়ে স্কুলে পিঠা উৎসব

Rangamati pitha pic,1

স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
বিভিন্ন নামের পিঠা, পায়েস আর ক্ষীর উৎসবে মেতে উঠেছে পাহাড়ের শিক্ষার্থীরা। পাহাড়ি ও বাঙালি রীতিতে তৈরি মনকাড়া সব পিঠা যেন দুই সংস্কৃতির মধ্যে সেতু বন্ধনও রচনা করেছে।

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নারান গিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ৪টি দলে ভাগ হয়ে পিঠা প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিভিন্ন নামের হরেক রকম পিঠা তৈরির পর সাজিয়ে উপস্থাপন করে প্রতিযোগী দল। এর মধ্যে আকর্ষণীয় ও অন্যতম পিঠা প্রতিযোগী হিসেবে নির্বাচীত হয়েছে বকুল দল।

শনিবার সকালে কাপ্তাই উপজেলার নারান গিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিযোগীদের অানুষ্ঠানিকভাবে পুরুস্কার তুলে দেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য থোয়াই চিং মারমা।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই উপজেলার নারান গিরি স্কুলের প্রধান শিক্ষক আ ন ম আবদুস সবুর আনসারী, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ, চন্দ্রঘোনা থানার কর্মকর্তা জহিরুল আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সদস্য থোয়াই চিং মারমা বলেন, পড়া-লেখার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সংস্কৃতি সর্ম্পকে শিক্ষার প্রয়োজন রয়েছে। পিঠা প্রতিযোগিতা উৎসবের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা তাদের ঐতিহ্যবাহী পিঠা বানানোর সংস্কৃতি রক্ষা করতে পারবে।

Exit mobile version