পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে ওয়াদুদ ভুইয়ার কোনো বিকল্প নেই- প্রবীন চন্দ্র চাকমা

JSD-33

দুলাল হোসেন, খাগড়াছড়ি:
বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচীর মধ্য খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকদল। সোমবার সকাল ৭ঘটিকায় খাগড়াছড়ি বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে কর্মসূচীর সূচনা ঘটে। এ উপলক্ষে সকাল ৯টায় শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডস্থ শহীদ জিয়ার স্মৃতিস্তম্ভে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করে। পরে দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি এস.এম তাহেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখে জেলা বিএনপি’র সিনিঃ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-প্রচার সম্পাদক মোঃ আবুল কাশেম কেসিসি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা, আমিন শরীফ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা বাস্তহারা দলের সভাপতি নুরুল আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সাধারন সম্পাদক কাউছার আলম রতন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন ভূইয়া সহ প্রমূখ।

প্রধান অতিথি’র বক্তব্যে জেলা বিএনপি’র সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বলেন, আওয়ামীলীগ সরকার স্বাধীনতার পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে সর্বদা অরাজকতা সৃষ্টি করে আসছে। এ অঞ্চলের পাহাড়ী ভাইদের বাঙ্গালী আখ্যায়িত করে এখানে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় এ হাসিনার সরকার আবারও পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের ধুম্রজাল বুনছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এখানে বসবাসরত ১৩টি উপজাতিকে বাঙ্গালী বানিয়েছেন। যা এখানকার পাহাড়ীরা কোনভাবেই মেনে নেয়নি। তিনি আরও বলেন,পার্বত্য চট্টগ্রামে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এ উত্তপ্ত তথা পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা ওয়াদুদ ভুইয়া ও বিএনপি ব্যতীত আর কোন বিকল্প নেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে ওয়াদুদ ভুইয়ার কোনো বিকল্প নেই- প্রবীন চন্দ্র চাকমা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন