পাহাড় কাটার দায়ে ২০ লক্ষ টাকা জরিমানা

fec-image

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় কাটার দায়ে রবিউল আলম নামক এক প্রকল্প পরিচালককে ২০ লক্ষ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী সোমবার (২২ফেব্রুয়ারি) এ জরিমানা করেন।

রবিউল আলম একতা বাজার (চকোরিয়া) হতে বানৌজা শেখ হাসিনা ঘাটি পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প, পেকুয়া, কক্সবাজার এর প্রকল্প পরিচালক।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে রবিউল আলমকে ২০ লক্ষ টাকা  ক্ষতিপূরণ আরোপ করা হয়।

উক্ত আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে, ক্ষতিপূরণ আরোপিত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরেজমিনে পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পেয়ে এ ক্ষতিপূরণ আরোপ করেন পরিবেশ অধিদপ্তর। সোমবার এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন