parbattanews

পাহাড় ধসের ৪ দিন পর ইউপি সদস্যের সহধর্মিণীর লাশ উদ্ধার

বান্দরবান সদর উপজেলায় পাহাড় ধসের ৪ দিন পর রিয়া রানী তংচঙ্গ্যা(৩২) নামে এক নারীকে উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে দাতভাঙ্গা পাড়া নাঙ্গাঝিড়ি সাঙ্গু নদীর মুখ থেকে ওই নারী লাশ উদ্ধার করা হয়।

নিহত নারী ৩নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দাতভাঙ্গা পাড়া ইউপি সদস্য অজিত তংচগ্যা স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ৪ দিন আগে কাজ থেকে ফিরে বাড়ির হাউসের পাশে তরকারি কুড়াচ্ছিল। এসময় টানা বৃষ্টিতে পাহাড় ধসে মাটিতে চাপা পড়ে যায় ওই নারী। অনেক খোঁজাখোজি শেষে ৪ দিন পর তার লাশ উদ্ধার করতে সক্ষম হয় ।

নিহত স্বামী অজিত অংচগ্যা জানান, সারাদিন জঙ্গল থেকে বাঁশ-কুড়াল খোঁজে এনে বাড়িধারে হাউসের পাশে পরিষ্কার করছিল। প্রচুর বৃষ্টিতে হঠাৎ পাহাড় ধসে পড়াতে মাটি নীচে চাপা পড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। দিনরাত খোঁজাখোজির ৪ দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

৩নং সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা বলেন, টানা ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে মাটি নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা ওই নারীকে খোঁজাখুজি শুরু করে। টানা ৪ দিন পর সাঙ্গু নদীরমুখ লাশ উদ্ধার করা হয়।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুসুদ্দি জানান, বিকালে কানাপাড়া নাঙ্গাঝিড়ি এলাকা থেকে মহিলা লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গেল ৬ আগস্ট রবিবার ভারী বৃষ্টিতে মাটি চাপা পড়ে রিয়া রানী তংচঙ্গ্যা(৩২) নামে নিখোঁজ হয়ে যান।

Exit mobile version