parbattanews

পাহাড় ধসে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়ক যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কের একাধিক স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও ধলিয়া নদীর ভাঙনে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেছেন, পাহাড় ধসে বেলছড়ির অন্তত দশটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

অন্যদিক মাটিরাঙ্গা-গোমতি সড়কের একাধিক স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ ব্যহত হওয়ার কথা জানিয়েছেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন।

এদিকে মাটিরাঙ্গা উপজেরা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল তার সঙ্গে ছিলেন।

স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পাহাড় ধসে পড়া মাটি সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্ঠা অব্যাহত রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন তিনি।

Exit mobile version