parbattanews

পাহাড় ধস থেকে বাঁঁচতে প্রশাসনের সতর্কতা জারী

রাঙামাটিতে জুনের শুরুতে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় পাহাড় ধসে হতাহতের ঘটনা এড়াতে জেলা প্রশাসন সতর্কতা জারী করেছে। শনিবার (০৫ জুন) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।

ডিসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে কয়েক লাখ মানুষের বসবাস। কারণ পুরো শহরটা পাহাড়ের উপর। জুনের প্রথম দিন থেকে রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তাই হতাহতসহ সকল ধরণের ক্ষয়-ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে সরে এসে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হচ্ছে।

ডিসি আরও বলেন, এই জেলায় প্রতিবছর পাহাড় ধসের মত দুর্ঘটনা ঘটে থাকে। জেলা প্রশাসন মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সাইনবোর্ড, ব্যানার লাগানো হচ্ছে। পাশাপাশি শহরে জুড়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে।

২০১৭ সালের ১৩ জুন রাঙামাটিতে প্রবল বর্ষণের ফলে সরকারি তথ্য মতে সেনাবাহিনীর সদস্যসহ ১২০জন এবং বেসরকারি হিসেবে আরও বেশি মানুষ মারা গিয়েছিলো। ভেঙে পড়েছিলো রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক, রাঙামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ।

Exit mobile version