parbattanews

পিএসসি’তে পানছড়ির সেরা তিন

পানছড়ি প্রতিনিধি:

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি)’তে পানছড়ি উপজেলার সেরা তিন হয়েছে রাফি, লিলিপ্রু ও দূর্জয়। তারা সবাই সানরাইজ কিন্ডার গার্টেনের শিক্ষার্থী।

এদের মাঝে আহমদ রায়েফ রাফি উপজেলার প্রথম স্থান অধিকারী (প্রাপ্ত নম্বর ৫৭৫)। সে পানছড়ি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নেয়ামত উল্লা রিপনের একমাত্র সন্তান। ২য় স্থান অধিকারী ৩নং পানছড়ি ইউপির যৌথখামার এলাকার কাঠমিস্ত্রী চাইথোয়াই মারমার কন্যা লিলিপ্রু মারমা (প্রাপ্ত নম্বর ৫৬৮)। তৃতীয়স্থান অধিকারী স্বাধীন চৌধুরী দূর্জয় (প্রাপ্ত নম্বর ৫৬৭) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিখিল কান্তি চৌধুরীর একমাত্র সন্তান।

সাফল্য অর্জকারীরা জানায়, বিদ্যালয় শিক্ষকদের আন্তরিকতার ফলেই আমরা ভালো ফলাফল করতে পেরেছি।

এ সাফল্যে উপজেলাব্যাপী বইছে খুশীর জোয়ার তাদের অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল। সকলের দোয়া ও আশীর্বাদ পেলে ভবিষ্যতে আরো ভালো ফলাফল করবে বলে তাদের অভিভাবকরা জানায়।

৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানায়, সেরা তিনজনকে ইউপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে।

Exit mobile version