parbattanews

 পিএসসিতে পানছড়িতে সেরা সানরাইজ

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পানছড়ি উপজেলার সানরাইজ কিন্ডার গার্টেনের ১৬জনের মধ্যে ১৪জন পেয়েছে জিপিএ-৫। অপরদিকে ৪.৮৩ গ্রেড পেয়েছে ২জন।

পানছড়ি বাজার এলাকায় অবস্থানরত এ বিদ্যালয়টির অভাবনীয় সাফল্য পুরো উপজেলা জুড়ে এখন সবার মুখে মুখে। জানা যায়, মোর্শিদা শান্ত মনি, আহমদ রায়েফ রাফি, লিলিপ্রু মার্মা, জান্নাতুল আশকা তুষি, স্বাধীন চৌধুরী, মল্লিকা খীসা, সংগীতা ঘোষ, সাদিয়া তাবাচ্চুম মাহি, আবতাহী তাবাচ্চুম প্রমি, অন্না চাকমা, তীর্থ দে, যুররাজ সাহা, মেহেদি হাসান, ও সালমা আক্তার পেয়েছে জিপিএ-৫।

বিদ্যালয় শিক্ষক জালাল হোসেন জানায়, সুমেধ চাকমা ও নোবেল চাকমা জিপিএ-৫ পাওয়ার কথা। তাদের খাতা পনঃনিরীক্ষনের আবেদন করা হবে।

বিদ্যালয় প্রধান মনোয়ারা বেগম জানায়, বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতার ফলেই সানরাইজের শিক্ষাথীরা তাদের শিক্ষার আলো ছড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরণের ফলাফল অব্যাহত থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।

এদিকে দীর্ঘ বছর পর পানছড়িবাসী জেএসসিতে দেখল এবার স্বপ্নের জিপিএ-৫। যার মাঝে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের অবনী ত্রিপুরা, মেরাজ হাসান, অর্পিতা শীল, অনন্যা দেওয়ানসহ ৪জন। পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পেয়েছে পাপেল চাকমা।

Exit mobile version