parbattanews

পিকেটারদের ইটের আঘাতে রাঙামাটিতে সুলতানা কামাল ইফতেখারুজ্জামানসহ আহত ৪: গাড়ী ভাঙচুর

Rangamati pic-05-07-14-1

পার্বত্যনিউজ রিপোর্ট:

পিকেটারদের ছোড়া ইট ও জুতার আঘাতে রাঙামাটিতে আহত হয়েছেন বিতর্কিত সিএইচটি কমিশনের কো চেয়ারম্যান সুলতানা কামালসহ ৪জন। এসময় আরো আঘাতপ্রাপ্ত হয়েছেন টিআইবি’র ইফতেখারুজ্জামান, কলামিস্ট ইলোরা দেওয়ান, সদর থানার ওসি সোহেল ইমতিয়াজ প্রমুখ। এসময় তাদের গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়।

সূত্র জানিয়েছে, শনিবার দুপুর দুইটার দিকে কমিশন সদস্যরা পর্যটনের মোটেল থেকে বের হলে ওমদামিয়া হিল এলাকায়  অবরোধকারীরা অতর্কিতে তাদের উপর চারদিক থেকে হামলা ।  আতর্কিত হামলায় পুলিশ ও কমিশন সদস্যরা অসহায় হয়ে পড়ে। এসময় পিকেটাররা তাদের দিকে ইট, পাথর ও জুতা নিক্ষেপ করতে থাকে। এতে তাদের গাড়ি ভেঙে যায়। গাড়িতে অবস্থানকারীরা কান্নাকাটি শুরু করে। খুশী কবির ও হানা শামসের গাড়িটি এ সময় অবরোধকারীরা অন্য স্পটে আটকে রাখে।

পুলিশ অবরোধকারীদের উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। এরপর জেলা সদর হাসপাতাল ও সেনা হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে তাদের কারো আঘাতই মারাত্মক নয়। 

এদিকে বিকাল সাড়ে তিনটার দিকে সেনা ও পুলিশ পাহারায় ডিসির দেয়া অন্য একটি গাড়ীতে বিকল্প পথে রাঙামাটি ছেড়েছে কমিশন সদস্যরা বলে জানা গেছে।

 

 

Exit mobile version