parbattanews

পিকেটিং, উত্তেজনা ও আতংকের মধ্য দিয়ে মহালছড়িতে শেষ হলো ১৮ দলের ডাকা ৩য় দিনের হরতাল

 

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ

খাগড়াছড়ি’র মহালছড়িতে টান টান উত্তেজনা ও আতংক এবং হরতাল সমর্থকদের কঠোর পিকেটিং এর মধ্য দিয়ে ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের ৩য় দিন শেষ হলো। হরতাল সমর্থকেরা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে কঠোরভাবে পিকেটিং করেছে। অফিস আদালত খোলা ছিল তবে দুরপাল্লার কিংবা স্থানীয় কোন যানবাহন চলাচল করেনি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যদিও সাধারণ জনগণের মনে টান টান উত্তেজনা ও আতংক বিরাজ করছিল।

হরতালের ১ম দিন আওয়ামীলীগ-বিএনপি মারমূখী অবস্থানে থাকায় সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা উভয় পক্ষের নেতাদের বৈঠকে ডেকে আইন শৃংখলা যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের পরামর্শ দেন। উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা’র এই উদ্যোগকে উভয়পক্ষ স্বাগত জানিয়ে উভয়পক্ষ মারমূখী অবস্থান থেকে সরে আসে। সাধারণ মানুষের মনে কিছুটা আতংক কাটলেও শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ ছিল।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হরতাল সফল হয়েছে। স্বত:স্ফুর্তভাবে হরতালে সমর্থন দেওয়ায় মহালছড়ি উপজেলাবাসী এবং নিরপেক্ষ ভুমিকা পালন করায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।

Exit mobile version