parbattanews

পিকেটিং ছাড়াই রামগড়ে শেষ দিনের শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে

রামগড় প্রতিনিধিঃ
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালের শেষ দিন মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ির রামগড় সদর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। গত দ‘ুদিন হালকা সদর এলাকায় সিএসসি ও টমটম চলাচল করলেও আজ হরতালের তৃতীয় দিনে রামগড়-খাগড়াছড়ি মুল সড়কে কোন প্রকার পিকেটিং ছাড়াই শান্তি পূর্ন ভাবে হরতাল পালিত হচ্ছে।

এদিকে আজ সকাল ভোরে রামগড়-খাগড়াছড়ি মুল সড়কের থলিবাড়ি থেকে মাহবুব নগর পর্যন্ত রাস্তার পাশের ১৪ টি বড় ও মাঝারি সাইজের গাছ কেটে রাস্তায় বেরিকেট সৃষ্টি করছে হরতাল সমর্থকেরা খরব পেয়ে বিজিবি ও পুলিশ  ঘটনাস্তলে গিয়ে রাস্তা থেকে গাছগুলি সরিয়ে পেলে এই ্ এলাকায় প্রশাসনের গাড়ি ছাড়া আজ তিনদিন কোন গাড়ি চলাচল করেনি।  

হরতালে যে কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে আইন শৃংখালা বাহীনি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মোতায়নসহ টহল অব্যাহত আছে।

Exit mobile version