parbattanews

পিসিজেএসএস’র কমান্ডারকে হত্যার ঘটনায় মামলা হয়নি

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপ এর স্বশস্ত্র এরিয়া কমান্ডার আবিষ্কার চাকমাকে (৪০) গুলি করে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। তবে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন- রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

ওসি বলেন- মরদেহটি এখনো মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি বুঝে নেওয়ার জন্য রাঙামাটিতে অবস্থান করছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন। ময়না তদন্তের পর মরদেহটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার ভোরে রাঙামাটি সদরের বন্ধুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপ এর স্বশস্ত্র এরিয়া কমান্ডার আবিষ্কার চাকমাকে (৪০) গুলি করে তাদের প্রতিপক্ষরা। এ ঘটনার দীর্ঘ সময় পার হওয়ার পরও বিষয়টি কোন পক্ষ এখনো মুখ খোলেনি।

Exit mobile version