parbattanews

পুনাকের উদ্যোগে লক্ষ্মীছড়িতে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে লক্ষ্মীছড়িতে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় লক্ষ্মীছড়ি থানার মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর খাগড়াছড়ি জেলার সভাপনেত্রী রেহানা ফেরদৌসের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. নাইমুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সদরের সার্কেল কর্মকর্তা জিনিয়া চাকমা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি সার্কেলের সার্কেল এ কে এম কামরুজ্জামান।

এস আই কামাল উদ্দিনের সঞ্চায়লনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতে কুররান থেকে তেলাওয়াত পাঠ করেন আনুরউল্লাহ, ত্রিপিটক পাঠ করেন চন্দ্রদেব চাকমা, গীতা পাঠ করেন এএসআই অনীল চন্দ্র। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিনহাজ মোহাম্মদ ভূঁইয়া।

লক্ষ্মীছড়ির উপজেলার তিন ইউনিয়নের ১০০ জন গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে লক্ষীছড়ি থানার পক্ষ থেকে পুলিশ সুপার মো. নাইমুল হককে ফুল দিয়ে অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

Exit mobile version