parbattanews

পুন্যার্থীদের চীবর তুলে দেওয়ার মধ্যে দিয়ে শেষ হলো কঠিন চীবর দান

chibordab-pic-2-copy

রাঙামাটি প্র্রতিনিধি:

রাঙামাটি রাজবন বিহারে ২৪ ঘন্টার মধ্যেই তুলা থেকে সুতা, আর সুতা থেকে কাপড় তৈরির কঠিন কর্মটির পর শুক্রবার বিকালে বৌদ্ধ ধর্র্মীয় গুরুদের হাতে সেই কাপড় বা চীবর তুলে দিয়েছেন পুন্যার্থীরা।

বৃহস্পতিবার বিকাল তিনটায় যে কর্মযজ্ঞ শুরু হয়ে ছিলো শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে তার সমাপ্তি হয়েছে। এ সময় চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায় পুন্যার্থীদের পক্ষে ২৪ ঘন্টায় তৈরিকৃত চীবর বা কাপড় তুলে দেন রাজবনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকর মহাথেরোর হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাজবনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকর মহাথেরোর এবং দেশনায় বৌদ্ধসাধকরা দেশ ও বিশ্বের  মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।

Exit mobile version