পুরুষের মাথাই কেন শুধু টাক হয়!

fec-image

আহারে ভার্সিটিতে পড়ুয়া একঝাঁক চুল নিয়ে মাথা দুলিয়ে কবিতা পড়া টগবগে তরুণটিকে বছর পাঁচেক পরে রাস্তায় দেখলে চেনাই যায় না। মাথার সামনের দিকটা পুরো খালি হয়ে টাক পড়েছে! মনে হয় যেন মাথা হয়েছে কোন খেলার মাঠ।আর এই সমস্যা কেবল ছেলেদের।

ছেলেদের মাথায়ই দেখা যায় বেশি টাক পড়ে। কেন এমনটা হয়, ভেবেছেন কী?

বিশেষজ্ঞরা বলেন, এর উত্তর লুকিয়ে রয়েছে ক্রোমোজমে। অ্যান্ড্রোজেন এবং Y ক্রোমোজোমের প্রভাবে চুল পড়ে৷ অ্যান্ড্রোজেন হরমোন পুরুষের বংশগতি ও প্রজননে ভূমিকা রাখে৷ আর মেয়েদের দেহে Y ক্রোমোজোম থাকেই না। তাই মেয়েদের থেকে বেশি ছেলেদের মধ্যেই টাক পড়ার প্রবণতা দেখা দেয়।

মাথায় চুল কমতে শুরু করলেই মন ‍খারাপ না করে, একে স্বাভাবিকভাবে নিন। নিয়মিত যত্ন মানে পরিষ্কার রাখা, মাসে দুই দিন ‍অন্তত তেল ম্যাসাজ করা, পছন্দের একটি প্যাক লাগানো এসব সাধারণ যত্ন নিলেই চুল সুন্দর থাকবে ও কম পড়বে। আর সঙ্গে নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও ব্যায়াম করতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অ্যান্ড্রোজেন, ক্রোমোজম, টাক মাথা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন