বাইশারীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবরে পুরো বাজার ফাঁকা, জরিমানা আদায়

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বাইশারী বাজার মনিটরিং করেন এবং জনসচেতনতার জন্য জনসাধরণকে মাস্ক ব্যবহার, হাত ধোয়া, পরিষ্কার পরিছন্নতা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাজারে দ্রব্য মুল্য উর্ধ্বগতি রোধ করা, ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন নিশ্চত করা‘সহ নানা বিষয়ে ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করেন।

বুধবার (২৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বাইশারী বাজার মনিটরিং করেন এবং দোকানে জটলা ও জন সমাগমের দায়ে এক পানের দোকানীকে ২০০শত টাকা, গ্যারেজ খোলা রাখায় ২০০শত টাকা, এবং দুই টি মোটরসাইকেল এর লাইসেন্স না থাকায় ২০০ শত টাকা করে মোট ৪০০শত টাকা সর্বমোট ৮০০শত টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ম্যাজিস্ট্রেট আসার খবর ছড়িয়ে পড়লে অধিকাংশ দোকান বন্ধ করে দোকানদারেরা পালিয়ে যায়। ঐ সময় বাজার ফাঁকা হয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন, জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী উপজেলার হাট বাজার মনিটরিং করা হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

এসময় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এস আই মাঈনুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স‘রা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, নাক্ষ্যংছড়ি, ভ্রাম্যমান আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন