parbattanews

পুলিশের ওপর পেট্রোল ও পুলিশের পাল্টা গুলি বর্ষণের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ এর আধা বেলা সড়ক অবরোধ পালিত

Khagrachari-Picture01-05-06-2017-500x282 copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পুলিশের ওপর পেট্রোল ও পুলিশের পাল্টা গুলি বর্ষণের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ এর ডাকা আধা বেলা সড়ক অবরোধ পালিত। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে খাগড়াছড়ি-রামগড় সড়কের যৌথ খামার এলাকায় অবরোধকারীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে ঢাকা থেকে ছেড়ে আসা কয়েকটি নৈশকোচ আটকে দেয়।

এ সময় পুলিশ ধাওয়া দিলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ৩/৪টি পেট্রোল ও ইট ছোঁড়ে। পুলিশ পাল্টা ১৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় শান্তি পরিবহনের একটি গাড়ির কাচ ভেঙ্গে কয়েকজন যাত্রী আহত হয়।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আলী আহমেদ খান।

খাগড়াছড়ির দীঘিনালায় আটক নেতাকর্মীদের মুক্তি ও লংগদুতে পাহাড়ি গ্রামে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে  ইউপিডিএফ সমর্থিত তিন পাহাড়ি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়িতে অর্ধ দিবস সড়ক অবরোধের ডাক দেয়। অবরোধের কারণে জেলার আভ্যন্তীরন ও দুরপাল্লা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে শহরে রিক্সা ও ইজিবাইক চলাচল করতে দেখা যায়।

এছাড়া অবরোধ আহ্বানকারীরা সকালে জেলার বিভিন্ন এলাকায় টায়ার পুড়িয়ে সড়কে অবরোধ তৈরি করে। শহরের স্বনির্ভর, চেঙ্গী ব্রিজসহ কয়েকটি স্থানে পিকেটিং চোখে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়ে সর্তকতাবস্থায় ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের জের ধরে রাঙামাটির লংগদুতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রবিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে আইন শৃঙ্খলা বাহিনীর হামলা চালিয়ে বিক্ষোভ মিছিল থেকে  দীঘিনালা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা, সাধারণ সম্পাদক জীবন চাকমাকে আটক করার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সড়ক অবরোধের ডাক দেয়। আকস্মিক সড়ক অবরোধের কারণে চরম বিপাকে পড়ে ঢাকা থেকে নৈশকোচে আসা যাত্রীরা।

Exit mobile version