parbattanews

পুলিশের বাধার মধ্যে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পুলিশের বাধার মধ্যে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বেলা ১১টায় খাগড়াছড়িতে দলীয় কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা মূল সড়কে উঠতে চাইলে কার্যালয়ের সামনের গেইটে বাধা দেয় পুলিশ।

পরে পুলিশের বাধার মুখে সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখে বিএনপিকে নির্বাচন হতে দূরে রাখার ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে এমন হুশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকে সকল দায়-দায়িত্ব নিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি একে এম আবু তাহের ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোনেস, যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version