parbattanews

পুলিশি বাধার মুখে বান্দরবানে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

bandarban b n p-2, pic-, 15.5

স্টাফ রিপোর্টার:

বান্দরবানে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার বিকালে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাজারের চৌধুরী মার্কেটস্থ অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে বিএনপি‘র নেতাকর্মীরা। মিছিলটি কার্যালয়ের সামনে থেকে বাজারে প্রবেশের মুখেই পুলিশ বাধা দেয়।

এ সময় বিএনপি’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চৌধুরী মার্কেট মোড়ে রাস্তায় বসে পড়ে। সেখানে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ, জেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, যুবদলের নেতা শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান’সহ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী বলেছেন, মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমানো যাবে না। জুলুমবাজ-স্বৈরচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘনিয়ে এসেছে। দেশের মানুষ বর্তমান সরকারের উপর অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version