parbattanews

পুলিশ সুপারের সম্মাননা পেলেন উপ পুলিশ পরিদর্শক মফিজুদ্দিন

বান্দরবানের থানচি থানা উপ পুলিশ পরিদর্শক (নি.) মফিজুদ্দিন আহমেদ পুলিশ সুপারের সম্মাননা পেয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে বান্দরবানে পুলিশ সুপার কার্যালয়ে এক আলোচনা সভায় এ সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মো তারিকুল ইসলাম, পিপিএম।

জানা যায়, সম্প্রতি উপজেলার থানচি সদর ইউনিয়নের এক বাসিন্দা তার সন্তানকে অপহরণ হয়েছে বলে থানচি থানা অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে প্রেক্ষিতে থানচি থানা উপ পুলিশ পরিদর্শক (নি.) মফিজুদ্দিন আহমেদ পুলিশের সাইভারের মাধ্যমে মোবাইল ট্রাকিং করে ২৪ ঘণ্টা মধ্যে রাঙামাটি জেলা সদরের রিজার্ভ বাজার এলাকা থেকে অপহরণকারী ও অপহৃতকে হাতেনাতে আটক করে। পরে অপহরণকারীকে জেল-হাজতে প্রেরণ করেন।

থানচি থানার উপ পুলিশ পরিদর্শক (নি.) মফিজুদ্দিন আহমেদ বলেন, ‌‘পার্বত্য চট্টগ্রামে এক সময় চাকরি করতে ভয় পেতাম। কিন্তু বর্তমানে পার্বত্য চট্টগ্রামে থানচি থানায় চাকরি করতে খুব ভালো লাগে। এখানের মানুষগুলো অনেক শান্ত। সুশৃঙ্খলভাবে বসবাস করে সবাই। বছরে দুই একটা ছোটখাটো মামলা হয়। থানচির জনগণ অনেক শান্ত প্রিয়। এজন্য আমার তাদের অনেক ভালো লাগে।’

Exit mobile version