parbattanews

পূর্ণ নাগরিকত্ব দিয়ে মিয়ানমারকে ফেরৎ নিতে হবে: চীনের রাষ্ট্রদূত

 

বাংলাদেশস্থ চীনের রাষ্ট্রদূত এইচই মিষ্টার জাং জু বলেছেন, রোহিঙ্গাদের মৌলিক অধিকার সহ পূর্ণ নাগরিকত্ব দিয়ে মিয়ানমারে ফেরৎ নিতে হবে। এতদিন জানতামনা রোহিঙ্গাদের উপর এত লৌমহর্ষক ঘটনা ঘটিয়েছে মিয়ানমার। উখিয়ার কুতুপালং ক্যাম্পে এসে রোহিঙ্গাদের সাথে কথা বলে সঠিক তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিকাল ৩টায় উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্প ডি-৫ ব্লকের ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলে তিনি রোহিঙ্গাদের উপর জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, নিপীড়ন, অগ্নিসংযোগ করেছেন বলে জানতে পেরেছেন।

তিনি রোহিঙ্গাদের নির্যাতনের বর্ণনা শুনে হতবাক হয়ে পড়েন। ক্যাম্প ইনচার্জের কর্যালয়ে ৯ জন রোহিঙ্গা নেতা ১ জন মহিলা রোহিঙ্গা নেত্রীর সাথে তিনি কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের পুর্ণ স্বাধীনতা নাগরিকত্ব, মৌলিক অধিকার সহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ফেরৎ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম, রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ, আন-রেজিস্ট্রার্ড ক্যাম্পের সেক্রেটারি মো. নুর, মো. আবদুর রহিম সহ রোহিঙ্গা নেতারা। চীনের রাষ্ট্রদূত বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্প ত্যাগ করেন।

Exit mobile version