parbattanews

পৃথক হামলায় ছাত্রলীগের ৩ নেতাকর্মী আহত

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার-১ আসনের মহাজোট প্রার্থী জাফর আলমের নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় কক্সবাজারের চকরিয়ার হারবাং ও পেকুয়া উপজেলার উজানটিয়ার সুতাচুরা এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পৃথক হামলায় ছাত্রলীগের তিন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চকরিয়া ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওইসময় নৌকার প্রার্থীর একটি প্রচারণার গাড়ি ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার বিকেল তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টার এসব হামলার ঘটনা ঘটে। এসব হামলায় বিএনপির সশস্ত্র ক্যাডাররা জড়িত রয়েছে বলে দাবি করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল তিনটার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কাটাখালী এলাকায় বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের মিছিল বের করে। কিন্তু ওই মিছিলের সামনে পড়ায় হারবাং ইউনিয়ন ছাত্রলীগের দুই কর্মী মোহাম্মদ আদিল (২০) ও রাখাইন যুবক চেন জুইংকে (২১) পিটিয়ে আহত করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও সড়ক দিয়ে নৌকার পক্ষে প্রচারণাকালে দুটি ইজিবাইকে (টমটম) ভাঙচুরও করা হয়।

এদিকে পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী উজানটিয়ার সুতাচুরা এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছিল। এ সময় শতাধিক বিএনপি নেতাকর্মী আকষ্মিক হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর। হামলায় গুরুতর আহত হয় উজানটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কাফি (২০)। তার চোখ ও মুখে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী ও পেকুয়া থানার ওসি মো. জাকির হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

Exit mobile version