parbattanews

পৃথিবীর সকল ধর্মে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে: দীপংকর তালুকদার এমপি

খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, পৃথিবীর সকল ধর্মে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। কোন ধর্ম অশান্তির কথা বলা হয় নাই, কিন্তু আজ কিছু কিছু মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধর্মে ধর্মে বিভেদ তৈরী করে। খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবে ওই প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় দীপংকর তালুকদার এমপি এবং আমন্ত্রিত অতিথিরা কেকে কেটে বড়দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন।চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় স্বাগম বক্তব্য রাখেন চট্রগ্রাম ও পার্বত্য ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা ও খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

এসময় অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. নাসির উদ্দীন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বির্দশন বড়ুয়া, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ।

Exit mobile version