parbattanews

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ করাতকল সিলগালা

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে অবৈধ ৯ করাতকল সিলগালা করে দেওয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার পেকুয়া বাজারে অভিযান চালিয়ে এসব করাতকল সিলগালা করেন উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ। অবৈধ করাতকলে অভিযানের সংবাদ পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায় বলে জানা গেছে।

এসময় ভোলা খালের চর দখল করে কয়েকটি স্থাপনা নির্মাণের কাজও বন্ধ করে দেয়া হয় বলে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালী রাজনৈতিক দুর্বৃত্তদের ছত্রছায়ায় এসব করাতকলগুলো পরিচালিত হত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশন (ভূমি) জানান দীর্ঘদিন ধরে এসব করাতকলে কাঠ পাচারকারীরা পার্শ্ববর্তী বন বিভাগের পাহাড়ের সামাজিক বনায়নসহ পাহাড়ের মূল্যবান বাগানের কাঠ মজুদ ও চিরাই করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। বিভিন্ন জায়গায় অবৈধ করাতকল নদী দখলকারীর বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলছে এ অভিযান চলমান থাকবে।

Exit mobile version