পেকুয়ার উজানাটিয়ায় নির্মানাধীন ব্রীজের লোহা চুরি করে পাচারের সময় আটক

এ.এম.জুবাইদ, পেকুয়া:
পেকুয়ার উজানটিয়া করিয়ারদিয়া সেতুর নির্মাণ কাজের জন্যে মুওজুদকৃত লোহার রড় চুরি করে পাচার করার সময় স্থানীয় জনতা আটক করে পেকুয়া থানা পুলিশকে খবর দিলে রড় গুলো জব্দ করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও রড় ক্রেতা সুত্রে জানাযায়, ১৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে মধ্যম উজানটিয়ার বজল আহমদের ছেলে কাইছার ১৫৭ কেজি ওজনের ১৯টি রড় পেকুয়া সদরের বাইম্যাখালীর আবু সিদ্দিকের ছেলে আবদুল করিমের কাছে বিক্রি করে। আবদুল করিম রড়গুলো নিয়ে যাওয়ার সময় কাটাফাড়ি ব্রীজ এলাকায স্থানীয় লোকজন ব্রীজের রড় নিশ্চিত হয়ে স্থানীয় সাংবাদিকদের খবর দিলে কৌশলে রড় ক্রেতা পালিয়ে যায়।

এসময় উজানিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী ও পেকুয়া সদর যুবলীগ আহবায়ক ফরহাদ  পেকুয়া থানায় খবর দিলে এস.আই রেজাউল করিম চৌধুরী ফোর্স নিয়ে গিয়ে থানায় নিয়ে যায়। রড় ক্রেতা আবদুল করিম বলেন তিনি রড় গুলো মধ্যম উজানিয়ার বজল আহমদের ছেলে কাইছার রড় গুলো কেজি ২০ টাক ধরে বিক্রি করেছে তিনি সে গুলো ব্রীজের তা জানতেননা। স্থানীয় লোকজন বলেন, দীর্ঘদিন ধরে ব্রীজের নির্মাণ কাজ বন্ধ থাকায় একটি সেন্ডিকেট ব্রীজের লোহা ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে। এব্যাপারে পেকুয়া থানায় ব্রীজের ঠিকাদার গিয়াসুদ্দিন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানাযায়। এব্যাপারে পেকুয়া থানার এস.আই রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রড় গুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে প্রকৃত মালিকের কাছে দিয়ে দেয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন