parbattanews

পেকুয়ার রাজাখালীর চার যুবদল নেতাকে জামিন না মঞ্জুর জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় গত বছরের অক্টোবরে সংঘটিত নাশকতা ও সহিংসতার মামলায় অভিযুক্ত যুবদলের চার নেতাকে জামিন না মঞ্জুর করে জেলে পাঠিয়েছে আদালত।  এরা হলেন রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার মৃত: কাসিম আলীর পুত্র ও বি এন পি সমর্থক ইউপি সদস্য নুরুল আবছার বদু, জাহাঙ্গীর আলম, মো: বাদশা।

তথ্য নিয়ে জানা যায়, গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজবাজার এলাকায় বি এন পি –জামাত ১৯ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে স্থানীয় বি এন পি জামাত তথা ১৯ দলীয় উশৃংঙ্খল নেতাকর্মীরা ৮ নং ওয়ার্ড মেম্বর সাইফুল্লাহর মোটর সাইকেল ভাংচুর এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল কে প্রাণনাশের উদ্দেশ্য বেপরোয়া গুলিবর্ষণ ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

ওইদিনে সাইফুল্লাহ বাদী হয়ে বি এন পি জামাত বেশ কয়েকজন উশৃংঙ্খল নেতাকমীদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা দায়ের করে। পরে বেশ কয়েকজন আসামী উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিদিষ্ট সময়ের মধ্যে গতকাল চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রষ্ট আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।  
   

Exit mobile version