parbattanews

পেকুয়ার লোকালয়ে সন্ধান মিললো ১০ ফুট লম্বা অজগরের

কক্সবাজারের পেকুয়ার লোকালয়ে সন্ধান মিললো ১০ ফুট লম্বা অজগর সাপের।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বারবাকিয়া ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী মাস্টার জিয়াবুল করিমের বাড়ির আঙ্গিনা থেকে এ অজগরটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিক স্থানীয় স্কুল শিক্ষক জিয়াবুল করিম জানান, তার বাড়ির আঙ্গিনায় একটি প্রদর্শনী বাগানে চারিদিকে দেওয়া জালে সাপটি আটকে যায়। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে বন বিভাগকে খবর দিলে উপকুলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (ছনুয়া রেঞ্জ) জুয়েল চৌধুরীর নেতৃত্বে বারবাকিয়া রেঞ্জের বিট কর্মকর্তা আমির হোসেনসহ সাপটি জাল কেটে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী জানান, অজগরটি খাদ্যের জন্য লোকালয়ে এসেছিল। যার ফলে জালে আটকা পড়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এটিকে আমরা উদ্ধার করেছি। উদ্ধারের পর অজগরটিকে বারবাকিয়া বন বিভাগের অফিসে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্ক অথবা বন্যপ্রাণী অভয়াশ্রমে হস্থান্তর করা হবে বলেও জানান তিনি।

Exit mobile version