parbattanews

পেকুয়ার ৭ ইউনিয়নের ১৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ১৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু করার জন্য প্রস্তুতি নিয়েছে স্ব স্ব ইউনিয়ন পরিষদ। বুধবার থেকে এ সহায়তা চাল বিতরণ শুরু করবে বলে জানা গেছে।

জানা যায়, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষ্যে সারাদেশে হতদরিদ্র গরীব দু:স্থ্য পরিবারের মাঝে বিশেষ সহায়তা চাল বিতরণ বরাদ্ধ দেয় সরকার। এবারও এ বিশেষ সহায়তা প্রদানের আলোকে পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নের জন্য ১৭৪ টন চাল বরাদ্ধ দিযেছে সরকার। এ প্রকল্পের আওতায় উপজেলার প্রায় ১৬ হাজার পরিবারের মাঝে বিতরণ করার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে পরিবার প্রতি ১০ কেজি করে বরাদ্দকৃত খাদ্য সহায়তা দেওয়া হবে। উক্ত খাদ্য সহায়তা বিতরনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা বরাদ্ধকৃত চাল গুদাম থেকে আনা শুরু করেছে।

খোঁজ নিয়ে আরো জানা গেছে বুধবার উপজেলার শিলখালী ও টইটং ইউনিয়নের উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে। এ ব্যাপারে জানতে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুর রশিদ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version