parbattanews

পেকুয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, শ্যালো মেশিন ও সরঞ্জাম জব্দ

কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ডিজেল চালিত শ্যালো মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ।

শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের সংরক্ষিত বনের সোনাইছড়ি মৌজার রমিজ পাড়া এলাকায় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হকের নেতৃত্বে বারবাকিয়া বিটের কর্মচারীরা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ করে বারবাকিয়া রেঞ্জ অফিসে জব্দ করা হয়।

এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক বলেন, ‌‌‌‌‘দীর্ঘদিন ধরে একটি ভূমি দস্যু চক্র পাহাড় নিধন করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে পাহাড় নিধন করে বালু উত্তোলন করছে এমন সংবাদে আমি অভিযান চালিয়ে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করি এবং বন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

Exit mobile version