পেকুয়ায় অবৈধ বালু মহালে অভিযান, অর্থদণ্ডসহ বালু জব্দ

fec-image

কক্সবাজারের পেকুয়ার টইটং এ অবৈধ বালুমহালে অভিযান পরিচালনা করা হয়েছে।

১০ অক্টোবর সকালে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি ঢালারমুখ নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ আল জিনাত।

এ সময় তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা, ২০১০ এর আইন অনুযায়ী বালু উত্তোলনের সাথে জড়িত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং বালুর স্তুপে বিদ্যমান আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করে। জব্দকৃত বালু টইটং ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার হাজ্বী শাহাবুদ্দিনকে জিম্মা দেয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন বারবাকিয়ার রেঞ্জ কর্মকর্তা মোল্লা আব্দুল গফুর ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

এলাকাবাসীর অভিযোগ শফিউল আলম ও সাবেক মেম্বার নবু দীর্ঘ দিন ধরে এ চরা থেকে বালু উত্তোলন করে যাচ্ছে। ফলে ঐ এলাকার অবকাঠামো তথা চলাচল রাস্তা দেবে যাওয়ার কারণে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। ভাংঙ্গা এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল একেবারেই অনুপযোগী এমনকি পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য হয়ে পড়েছে। গর্ভবতি কিংবা অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাবার সময় পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। এমনকি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এদিকে উপজেলা সহকারী কমিশনার ভূমিকে এ অভিযান পরিচালনা করার জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ আল জিনাত বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন